Refund and Returns Policy
Sohozlovvo – রিটার্ন, রিফান্ড ও এক্সচেঞ্জ নীতিমালা
আসসালামু আলাইকুম, সম্মানিত গ্রাহক,
Sohozlovvo একটি গ্রাহক-কেন্দ্রিক ই-কমার্স প্রতিষ্ঠান। আমরা প্রতিটি অর্ডার গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করার জন্য যত্ন সহকারে প্রক্রিয়া করি। তবুও কোনো কারণবশত আপনি যদি পণ্য এক্সচেঞ্জ, রিটার্ন বা রিফান্ড করতে চান, তাহলে নিচের শর্ত ও নির্দেশিকা অনুযায়ী সহায়তা পেতে পারেন।
এক্সচেঞ্জ নীতিমালা
১. আনবক্সিং ভিডিও বাধ্যতামূলক – পণ্য গ্রহণের সময় প্যাকেট খুলে ভিডিও করলে তা মিসিং বা ড্যামেজ প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে।
২. ভুল বা ত্রুটিপূর্ণ পণ্য পেলে ৭ কার্যদিবসের মধ্যে আমাদের নির্ধারিত ফর্ম পূরণ করে ক্লেইম করুন। Claim Form: https://sohozlovvo.com/exchange-form
৩. আমাদের ত্রুটির কারণে প্রডাক্ট এক্সচেঞ্জে কোন অতিরিক্ত চার্জ প্রযোজ্য নয়।
৪. আপনি পছন্দ পরিবর্তনের কারণে এক্সচেঞ্জ করতে চাইলে আপনাকে 2X শিপিং চার্জ বহন করতে হবে।
৫. ৭ দিনের বেশি সময় পেরিয়ে গেলে বা পণ্য ব্যবহৃত হলে এক্সচেঞ্জ গ্রহণযোগ্য নয়।
রিটার্ন ও রিফান্ড নীতিমালা
১. ডেলিভারির সময় যদি পণ্য ভুল বা ক্ষতিগ্রস্ত থাকে, সাথে সাথেই ডেলিভারি ম্যানের কাছে ফেরত দিতে পারেন।
২. মন বদলের কারণে/লোকেশনে না থাকার কারণে রিটার্ন করলে, শুধুমাত্র ডেলিভারি চার্জ কেটে রিফান্ড হবে:
-
ঢাকা শহরে: ৬০ টাকা
-
ঢাকার বাইরে: ১০০ টাকা
৩. নিচের ক্ষেত্রে রিটার্ন গ্রহণযোগ্য নয়:
-
পণ্য ধোয়া, ব্যবহার করা বা অরিজিনাল প্যাকেজ নষ্ট করা।
-
কাস্টমাইজড/ব্যক্তিগত প্রয়োজনে তৈরি পণ্য।
-
ফুড, হাইজিন বা পার্সোনাল কেয়ার প্রোডাক্ট।
৪. রিফান্ড প্রক্রিয়া:
-
রিটার্নকৃত পণ্য আমাদের হাতে পৌঁছার পর রিভিউ করে ৭–১৫ কার্যদিবসের মধ্যে রিফান্ড সম্পন্ন করা হবে।
-
রিফান্ড হবে বিকাশ/নগদ/ব্যাংকের মাধ্যমে, যেভাবে আপনি পেমেন্ট করেছেন।
ফর্ম পূরণ বাধ্যতামূলক
রিটার্ন, রিফান্ড বা এক্সচেঞ্জের জন্য অবশ্যই আমাদের অনলাইন ফর্ম পূরণ করতে হবে। কাস্টমার কেয়ার বা ম্যাসেঞ্জারে জানালেও সমাধানের জন্য ফর্ম পূরণ ছাড়া সম্ভব নয়। Official Form: https://sohozlovvo.com/return-form
গ্রাহক সেবা সময়সূচি
হটলাইন: +8801637-469920
ই-মেইল: sohozlovvoo@gmail.com
সেবা সময়: প্রতিদিন সকাল ১০টা – সন্ধ্যা ৭টা
গুরুত্বপূর্ণ নোট
-
এক্সচেঞ্জ বা রিফান্ড ফর্ম পূরণের পর, আমাদের প্রতিনিধি ১–৩ কার্যদিবসের মধ্যে আপনার সাথে ফোনে যোগাযোগ করবেন।
-
৩ কার্যদিবসের মধ্যে সাড়া না পেলে আমাদের ই-মেইলে বিষয়টি জানাতে অনুরোধ করছি।
Sohozlovvo-এর এক্সচেঞ্জ/রিটার্ন পলিসিতে আপনি যদি সম্মত না থাকেন, অনুগ্রহ করে অর্ডার করার আগে আমাদের সাথে যোগাযোগ করুন বা অর্ডার করা থেকে বিরত থাকুন।
আমাদের লক্ষ্য – আপনার সন্তুষ্টি। আমরা পাশে আছি, ইনশাআল্লাহ।